বাংলাদেশের কৃষকগন তাদের কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক ও কীটনাশকের বিভিন্ন প্লাস্টিক জাতীয় প্যাকেট যত্রতত্র ফেলে রেখে মাটির গুনাগুন ও পরিবেশ নষ্ট করে যাচ্ছে। কৃষি ও কৃষকের উন্নয়নের অংশীদার পিকেএসএফ এর কৃষি ইউনিট এর মাধ্যমে মেহেরপুর সদর উপজেলার #দারিদ্র_বিমোচন_সংস্থা_(ডিবিএস) বিভিন্ন মাঠে Pesticide dust-bean স্থাপন করে মাঠ দিবসের মাধ্যমে চাষীগনকে সচেতনতা বৃদ্ধির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই কৃষকগন বিভিন্ন ধরনের কীটনাশকের বোতল.প্লাস্টিক জাতীয় দ্রব্য উক্ত স্থানে ফেলে পরিবেশ রক্ষায় ভুমিকা পালন করছে ।
ক্রমান্বয়ে মেহেরপুর সহ সারা দেশে Pesticide dust-bean ছড়িয়ে দেয়ার জন্য মহতী উদ্দ্যেগ গ্রহন করেছে ডিবিএস………সবার সহযোগিতাই কাম্য।