পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) ও ইফাদ এর আর্থিক সহযোগিতায় মেহেরপুর জেলার গাংনী উপজেলায় দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) মাচা প্রযুক্তিতে গাড়ল ভেড়া পালনে অনবদ্য ভুমিকা পালন করে আসছে। গাংনী থানার বামুন্দি,বাশবাড়িয়া,ষোলটাকা,তেরাইল ইত্যাদি স্থানে পারিবারিক আয়-বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে খামারীদের প্রশিক্ষন সহ অনুদান হিসাবে মাচা যুক্ত ঘর ও গাড়ল ভেড়া প্রদানের মাধ্যমে এই কার্যক্রম কে জোরদার করা হচ্ছে।
দারিদ্র বিমোচন সংস্থার মৎস্য ও প্রানিসম্পদ ইউনিট,PACE প্রকল্পের কর্মকর্তাগন গাড়ল ভেড়া পালন কর্মসুচিকে জনগনের আয়ের অন্যতম উৎস্য হিসাবে প্রাধান্যরুপ দিবে বলে ডিবিএস দৃঢ় আশাবাদি।