খুব বেশি দিন আগের কথা নয়,,,,৪-৫ বছর আগেও যে গ্রামে বাড়ি প্রতি ২-১ টি ছাগল ছিল কি না….সন্দেহ!!!!!অথচ আজ/এখন সেই গ্রামে সাইকেল কিংবা মটরবাইক নিয়ে ডুকতে গেলেই বিপদ….কারন রাস্তায় রাস্তায় ছাগলের পাল।
পিকেএসএফ ও ডিবিএস এর প্রানীসম্পদ ইউনিট এর মাধ্যমে বৈঞ্জানিক উপায়ে বাড়ি বাড়ি ছাগল পালন করে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে বর্তমানে ছাগলের আধিক্য হরহামেশাই দেখা যায়….
ছাগল পালনকারী বিভিন্ন ব্যাক্তির সহিত কথা বলে জানা যায় যে,মাচা পদ্ধতি,নিয়মিত কৃমিনাশক.ভ্যাকসিন,,,ভিটামিন ইত্যাদি খাওয়ানোর ফলে মা ছাগলগুলির প্রজনন ক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে…..
সেই চিত্র দেখার জন্য ডিবিএস এর নির্বাহী পরিচালক সহ পিকেএসএফ উর্দ্ধতন কর্মকর্তাগন সরেজমিনে পরিদর্শন করেন এবং অদুর ভবিষ্যৎ এ ব্লাকবেঙ্গল ছাগল দিয়ে দারিদ্র দুরীকরনের প্রত্যায় ব্যাক্ত করেন………
জয়তু পিকেএসএফ….