মেহেরপুরে মাছ চাষের বিপ্লব ঘটাবে খাচা পদ্ধতি….এই আশাকে বাস্তবে রুপ দেয়ার জন্য পিকেএসএফ এর মৎস্য ও প্রানিসম্পদ ইউনিটের মাধ্যমে মেহেরপুরস্থ ভৈরব নদীতে ভাসমান খাচায় মাছ চাষ শুরু করে দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস)। শুরুতেই মনোসেক্স তেলাপিয়া চাষ করা হলেও ইদানিং দেশী জাতের শিং ও টেংরা মাছের চাষ ব্যাপক লাভজনক মনে হচ্ছে। সদস্যরা প্রথমে তেলাপিয়া চাষ করে ৭৬ দিনের মধ্যে ৫ গ্রাম হতে ২২৫ গ্রামে উন্নিত করে বাজারজাত করেন কিন্তু এর থেকেও শিং-টেংরার বৃদ্ধির হার দেখে আরও বেশি আশাবাদি। মাছ চাষের সফলতা ও পদ্ধতির সফলতা দেখে বেশ কিছু সংখ্যক উদ্যোক্তা ইতিমধ্যেই খাচা বসানো শুরু করেছেন যা আর কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে।
এনজিও পর্যায়ে সাধারন মানুষদের নিয়ে এত ভাবনা,সফলতা ,কৃষি খাতে বৈচিত্রতা আনয়ন ইত্যাদি উন্নয়ন কর্মকান্ডে স্থানীয় প্রশাসন সহ সকলের সহযোগিতা কাম্য।